images

ইসলাম

একাকী নামাজে ইকামত দেওয়ার বিধান কী

ধর্ম ডেস্ক

০২ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

নামাজ মূলত জামাতে আদায় করার ইবাদত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো’ (সুরা বাকারা: ৪৩) হাদিস শরিফে জামাতে নামাজের ফজিলত বর্ণনায় ইরশাদ হয়েছে, ‘জামাতে নামাজ আদায়ের সওয়াব একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি।’ (সহিহ মুসলিম: ১৪৭৭)

তবে, শরিয়ত অনুমোদিত অপারগতায় নামাজ একাকীও পড়া যায়। এক্ষেত্রে ইকামত বলা জরুরি না হলেও মোস্তাহাব বা উত্তম। ফিকহের কিতাবে এসেছে, একাকী নামাজে ইকামত না বললেও যথাযথভাবে নামাজ আদায় হয়ে যাবে। (বাদায়েউস সানায়ে: ১/৩৭৭)

আরও পড়ুন: কাপড়ে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে?

কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য ইকামত দেওয়া সুন্নতে মুয়াক্কাদা, এক্ষেত্রে ইকামত ছাড়া নামাজ পড়া মাকরুহ।

মসজিদে জামাতের সময় ইকামত ছাড়া নামাজ পড়লেও তা আদায় হয়ে যাবে। তবে সুন্নতের খেলাফ ও মাকরুহ কাজ করার কারণে গুনাহ হবে। 

আরও পড়ুন: যেসব মাসয়ালা নারীদের জানা জরুরি 

(সূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৫৩, ১/৫৪; হালবি কাবির: ৩৭২; বাদায়েউস সানায়ে: ১/৩৭৭; মাবসুত সারাখসি: ১/১৩৩)