ধর্ম ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
দোয়া একটি মর্যাদাপূর্ণ ইবাদত। দোয়াকে বলা হয় মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
দোয়া শুরু ও শেষ করার আদব রয়েছে। মহান আল্লাহর হামদ-ছানা (প্রশংসা) ও দরুদ শরিফ পড়ে দোয়া শুরু ও শেষ করা দোয়ার আদব এবং মাসনুন আমল। (তিরমিজি: ৩৪৭৬)
কালেমা পড়ে দোয়া শেষ করা সুন্নত পদ্ধতি নয়
অনেকে দোয়া শেষ করেন কালেমার মাধ্যমে। যেমন- কোনো কোনো আলেম দোয়া শেষ করেন এভাবে যে, ‘মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। এটি একটি রসম মাত্র। এভাবে দোয়া শেষ করার কথা হাদিসে পাওয়া যায় না।
তবে, জীবনের শেষ কথা যেন কালেমা হয় সেজন্য দোয়া করা যায়। কারণ হদিসে এসেছে, ‘যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে যাবে।’ (সুনানে আবু দাউদ: ৩১১৬)
অতএব, দোয়ার মাঝখানে এরকম প্রার্থনা করা যাবে যে ‘হে আল্লাহ জীবনের শেষ কথা হিসেবে কালেমা নসিব করে দিও’। কিন্তু দোয়া শেষ করার ক্ষেত্রে কালেমা পাঠ করা সুন্নত পদ্ধতি নয়। বরং এর কারণে মাসনুন আমল ছুটে যায়। দোয়া শেষ করার ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো-আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির প্রতি দরুদ-সালাম ও আমিন বলে দোয়া শেষ করা। (তাবরানি কাবির: ৫১২৪, মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৩১১৭, আবু দাউদ: ৯৩৮)
দোয়া শুরু করার সুন্নত পদ্ধতি
অজুসহ কেবলামুখী হয়ে দোয়া করা। দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা করা এবং নবীজি (স.)-এর ওপর দরুদ শরিফ পড়া। (তিরমিজি: ৩৪৭৬)
নিজের দুই হাত বুক বরাবর সামনে রাখা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৩২৩৪)
হাতের তালু আকাশের দিকে প্রশস্ত করে রাখা। (তাবরানি কাবির: ৩৮৪২)
দু’হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা। (হিসনে হাসিন: ২৭)
হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁক রাখা। (তহতাবি: ২০৫)
দোয়ার মাঝখানে করণীয়
মন দিয়ে কাকুতি-মিনতি করে দোয়া করা। (সুরা আরাফ: ৫৫)
আল্লাহর কাছে দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বারবার চাওয়া। (বুখারি: ৬৩৩৮)
একাগ্রতার সঙ্গে নিঃশব্দে দোয়া করা মোস্তাহাব। তবে দোয়া সম্মিলিতভাবে হলে কারও নামাজ বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও যাবে। (সুরা আরাফ: ২০৫; বুখারি: ২৯৯২)
দোয়া শেষ করার সুন্নত পদ্ধতি
আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির প্রতি দরুদ-সালাম ও আমিন বলে দোয়া শেষ করা। (তাবরানি কাবির: ৫১২৪, মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৩১১৭, আবু দাউদ: ৯৩৮)
দোয়া শেষ করে দুই হাত দিয়ে পুরো মুখ মুছে নেওয়া। (আবু দাউদ: ১৪৮৫)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়ার সুন্নত পদ্ধতিগুলোর প্রতি সচেতন হওয়ার তাওফিক দান করুন। যেকোনো বিষয়ে নবীজির সুন্নত অনুসরণের তাওফিক দান করুন। আমিন।