images

ইসলাম

ঈমান বাঁচাতে যে দোয়া করেছিলেন আসহাবে কাহাফ

ধর্ম ডেস্ক

২৪ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

images

পবিত্র কোরআনে বর্ণিত পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনার একটি হলো গুহাবাসীর ঘটনা। কোরআনের ১৮ নম্বর সুরা আল-কাহাফে বর্ণিত হয়েছে আশ্চর্যজনক ঘটনাটি। যা মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর ওপর ঈমান দৃঢ় রাখতে সাহস জোগায়। শিরকি কার্যাবলী থেকে দূরে থেকে এক আল্লাহর ওপর ঈমান এনেছিলেন সাত যুবক। তৎকালীন আল্লাহদ্রোহী শাসক বিষয়টি জানতে পেরে তাদেরকে মূর্তিপূজার দিকে ফিরে আসার আহ্বান করল। কিন্তু যুবকেরা আসমানি ধর্মের ওপর অটল রইলেন। এতে শাসক ক্ষিপ্ত হয়ে তাদের কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। 

শাস্তির কথা জানতে পেরে সেই সাত যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের ঘটনা ও দোয়াটি তুলে ধরেছেন। 

দোয়াটি হলো—  رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا উচ্চারণ: ‘রব্বানা আতিনা মিনলাদুনকা রহমাহ, ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে আপনার বিশেষ রহমত দিয়ে ধন্য করুন, আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থা করুন।’ (সুরা কাহাফ: ১০)

আরও পড়ুন: জুমার দিন সুরা কাহাফ ও দরুদপাঠের বিশেষত্ব

আসহাবে কাহাফের এই দোয়াতে রয়েছে মজলুম মুমিনদের জন্য পথনির্দেশ। অধিকাংশ গবেষকের মতে ঘটনাটি ঘটেছিল ঈসা (আ.)-এর ঊর্ধ্বগমনের পরে অর্থাৎ প্রথম থেকে তৃতীয় খ্রিস্ট শতাব্দীকালের মধ্যে। ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ স্কলারের মতে, আসহাবে কাহাফের ঘটনাটি জর্দানে ঘটেছিল। ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, আসহাবে কাহাফের গুহা আয়লা (আকাবা উপসাগর)-এর কাছে (অর্থাৎ জর্দানে) অবস্থিত। (তাফসিরে তাবারি: ১৭/৬০২)

উল্লেখ্য, জুমার দিনে সুরা কাহাফ পাঠ অনেক ফজিলতপূর্ণ আমল। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, তার (ঈমানের) নূর এই জুমা হতে আগামি জুমা পর্যন্ত চমকাতে থাকবে।’ (মেশকাত: ২১৭৫) আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে। (সহিহ মুসলিম: ৮০৯; আবু দাউদ: ৪৩২৩) আরেক বর্ণনায়, দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে শেষ ১০ আয়াত পড়তে বলা হয়েছে। (মুসনাদে আহমদ: ৪৪৬/৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমাবারে সুরা কাহাফ পড়ার তাওফিক দান করুন। আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। ঈমান মজবুত রাখার জন্য উল্লেখিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।