images

ইসলাম

অন্তরে প্রশান্তি লাভের দোয়া

ধর্ম ডেস্ক

২১ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

মানুষের জীবন সবসময় সুখ-শান্তিতে যায় না। কখনও দুশ্চিন্তা, ব্যর্থতা, পেরেশানিতে জীবন অশান্ত হয়ে ওঠে। এ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। কারণ আল্লাহ তাআলাই অশান্ত মন প্রশান্তিতে ভরে দিতে পারেন।

মহানবী (স.) আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন- اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।’ অর্থ: ‘হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’, শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’

এ সংক্রান্ত আরেকটি দোয়া হলো— اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা মুছররিফাল কুলুবি ছররাফা ক্বুলুবানা আলা ত্ব-আতিকা।’ অর্থ: ‘অন্তরগুলোর পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন।’ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় (আল্লাহ তাআলা)-এর দুই আঙুলের মাঝে একটি মাত্র অন্তরের মতো। তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন। এরপর রাসুল (স.) এই দোয়া পড়েন। (মুসলিম: ৬৫০৯)

আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া

রাসুলুল্লাহ (স.) কোরআন পাঠের মাধ্যমেও প্রশান্তি লাভ করতেন এবং এভাবে দোয়া করতেন—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلاَءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي ‘আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা আন তাজ-আলাল কুরআ-না রাবিআ ক্বালবি, ওয়া নূরা সদরি, ওয়া জালা-আ হুযনি ওয়া যাহা-বা হাম্মি।’ অর্থ: হে আল্লাহ, তোমার কাছে চাই, যেন তুমি কোরআনকে করে দাও আমার হৃদয়ের বসন্ত (আগ্রহ-ভালোবাসা); আমার বক্ষের জন্য আলো; আমার দুশ্চিন্তার নির্বাসন এবং আমার পেরেশানি দূরকারী। (মুসনাদ আহমদ: ৩৭১২; সিলসিলা সহিহাহ: ১৯৯)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জীবনের সব পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।