ধর্ম ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম
যে ব্যক্তি আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় থাকে; তার কোনো ভয় নেই; কোনো চিন্তাও নেই। সারাদিন আল্লাহর নিরাপত্তা-বেষ্টনীতে থাকতে দোয়ার আগে ছোট্ট একটি আমল রয়েছে। আমলটি হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যারা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, তাদের জন্য বরকতময় দিনের দোয়া করেছেন প্রিয়নবী (স.)। হাদিসের একাধিক বর্ণনায় তা ওঠে এসেছে। এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো...।’ (মুসলিম: ১৩৭৯)
রাসুলুল্লাহ (স.) এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, সে আল্লাহর জিম্মায় থাকল। অতএব তোমরা আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করো না। যে ব্যক্তি তাকে হত্যা করবে, আল্লাহ তাকে তলব করে এনে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (ইবনে মাজাহ, তালিকুর রাগিব, আত-তারগিব ওয়াত তারহিব)
আরও পড়ুন: আল্লাহর ভালোবাসা লাভের দোয়া
সারাদিন আল্লাহর নিরাপত্তায় থাকার দোয়া
প্রিয়নবী (স.) তাঁর উম্মতকে আল্লাহর জিম্মায় থাকতে একটি দোয়া পড়তে বলেছেন, যা পড়তে হবে ঘর থেকে বের হওয়ার সময়। দোয়াটি হলো— بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ উচ্চারণ: ‘বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।’ অর্থ: ‘আল্লাহর নামে (বের হচ্ছি); আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই; আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই।’
আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে, তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। (তিরমিজি: ৩৪২৬)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামি দিক-নির্দেশনা অনুযায়ী নিয়মিত ফজরের নামাজ ও দোয়া পড়ার মাধ্যমে নিজেদের আল্লাহর জিম্মায় নিরাপদ রাখার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।