ধর্ম ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
রাসুলুল্লাহ (স.)-এর তিন পুত্রসন্তান ও চার কন্যা ছিল। প্রথম সন্তান ছিলেন কাসেম। তার নামেই রাসুলুল্লাহ (স.)-এর উপনাম ছিল আবুল কাসেম। দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। তৃতীয় পুত্র সন্তানের নাম ইবরাহিম।
নবীজির চার কন্যা সন্তানের নাম জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা (রা.)।
প্রথম সন্তান আবুল কাসেমের পরে জন্মগ্রহণ করেন কন্যা জয়নব, অতঃপর পুত্র আব্দুল্লাহ (তার লকব তাইয়িব ও তাহের), অতঃপর রুকাইয়া, এরপর উম্মে কুলসুম ও ফাতেমা (রা.)। নবীজির সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইবরাহিম, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিসরীয় দাসী মারিয়া কিবতিয়ার গর্ভজাত।
ইবরাহিম ছাড়া বাকি ছয় সন্তানের সবাই ছিলেন খাদিজা (রা.)-এর গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসুল (স.) দ্বিতীয় বিয়ে করেননি।
আরও পড়ুন: নবীজির জীবনী পড়ার উপকারিতা
কাসেম ৫৯৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ৬০১ খ্রিস্টাব্দে ১৭ মাস বয়সে মারা যান।
জয়নব (৫৯৯ খ্রি.-৬২৯ খ্রি.) ৮ম হিজরিতে ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
রুকাইয়া (৬০১ খ্রি.- ৬২৪) ২৩ বছর বয়সে ২য় হিজরিতে ইন্তেকাল করেন।
উম্মে কুলসুম (৬০৩ খ্রি.- ৬৩০ খ্রি.) ২৭ বছর বয়সে ৯ম হিজরিতে মারা যান।
ফাতেমা (৬০৪/৬০৫খ্রি.-৬৩২ খ্রি.) ১১ হিজরিতে নবীজির ইন্তেকালের ৬ মাস পরে মারা যান।
আব্দুল্লাহ (৬১১ খ্রি.-৬১৫ খ্রি.) ৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ইবরাহিম (৬৩০ খ্রি.-৬৩২ খ্রি.) ১৮ মাস বয়সে ১০ম হিজরিতে ইন্তেকাল করেন।
রাসুলুল্লাহ (স.)-এর মোট সাত সন্তানের মধ্যে ফাতেমা (রা.) ছাড়া ছয়জনই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। পুত্ররা শৈশবে মারা যান। কন্যারা সবাই বিবাহিতা হন ও হিজরত করেন। ফাতেমা (রা.) নবীজির ইন্তেকালের ছয় মাস পর ইন্তেকাল করেন।
(সূত্র: বুখারি: ১০৬০; মুসলিম: ৯০৬; রহমাতুল্লিল আলামিন: ২/৯৮; ইবনু হিশাম: ১/১৯০; মুসলিম: ২৪৩৬; উইকিপিডিয়া)