images

ইসলাম

রোগী দেখে যে দোয়া পড়লে ওই রোগ আপনার হবে না

১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম

সুস্থতা যেমন নেয়ামত, অসুস্থতাও মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। হাদিসে এসেছে, ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ (বুখারি: ৫৬৪১)

এরপরও রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা রয়েছে নবীজির হাদিসে। একটি দোয়া কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার পর পড়তে বলেছেন নবীজি। বলা হয়েছে, দোয়াটি পাঠ করলে ওই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। ধরুন, আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে দোয়াটি পাঠ করলেন। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী, ওই কঠিন রোগ থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ৫ দোয়া ১০০ বার পড়ার বিস্ময়কর উপকার

দোয়াটি হলো— الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً ‘আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদিলা।’ অর্থ: ‘সকল প্রশংসা আল্লাহর, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন।’

আবু হুরায়রা (রা.) ও আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে দেখে দোয়াটি পড়ে, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না।’ (তিরমিজি: ৩৪৩২; জামেউস সগির: ৮৬৬৭; সিলসিলাতুস সহিহা: ২৭৩৭)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসুস্থ ভাই-বন্ধুদের দেখতে যাওয়ার এবং হাদিসে উল্লেখিত দোয়া পাঠ করার তাওফিক দান করুন। আমিন।