images

ইসলাম

যে দোয়া পড়লে শেষ জীবন সুন্দর হয়

১২ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম

দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন। ইরশাদ হয়েছে, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সুরা মুমিন: ৬০) যে বান্দা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেন না।

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তাঁর কোনো বান্দা তাঁর প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনানে আবু দাউদ: ১৩২০)

সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সকল প্রয়োজনে একমাত্র আল্লাহরই সাহায্য চাইব। বিশেষ করে শেষ জীবনটা যেন অপমানজনক না হয়, বরং সুন্দর ও সম্মানজনক হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। 

হাদিসে বর্ণিত এরকম একটি দোয়া হলো— اللَّهُمَّ اجْعَلْ خَيْرَ عُمُرِي آخِرَهُ، اللَّهُمَّ اجْعَلْ خَوَاتِيمَ عَمَلِي رِضْوَانَكَ، اللَّهُمَّ اجْعَلْ خَيْرَ أَيَّامِى يَوْمَ أَلْقَاكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মাঝআল খাইরা উমুরি আখিরাহু আল্লাহুম্মাঝআল খাওয়াতিমা আমালি রিদওয়ানাকা আল্লাহুম্মাঝআল খাইরা আইয়্যামি ইয়াওমা আলক্বাকা।’ অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমার শেষজীবনকে সবচেয়ে সুন্দর করো। হে আল্লাহ! তুমি আমার শেষ আমলকে তোমার সন্তুষ্টি অনুপাতে করো। হে আল্লাহ! তুমি তোমার সাথে আমার সাক্ষাতের দিনকে সর্বোত্তম দিন করো।’

হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম রাসুল (স.)-এর কাঁধের পাশে। তখন রাসুল (স.) সালাম ফিরিয়ে এই দোয়াটি করলেন। (আলমুজামুল আওসাত লিততাবারানি: ৯৪১১)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ নামাজের পর হাদিসে বর্ণিত দোয়াটি নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।