images

ইসলাম

একাকী পড়া নামাজ দ্বিতীয়বার জামাতে আদায় করা যায়?

১০ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

ইসলামে জামাতে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি এবং অপারগতা ছাড়া জামাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এছাড়াও হাদিস অনুযায়ী, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের। (বুখারি: ৬৪৫; মুসলিম: ৬৪০)

তাই সবসময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু ওজরের কারণে কেউ একাকী নামাজ পড়লে এবং পড়ার পর যদি কোথাও দেখা যায় যে, জামাত শুরু হচ্ছে। এই অবস্থায় একই নামাজ পড়ার জন্য ওই জামাতে শরিক হওয়া যাবে?

এর উত্তরে ইসলামিক স্কলারদের বক্তব্য হলো- প্রতিটি ফরজ নামাজ তার নির্দিষ্ট ওয়াক্তে একবারই ফরজ। একবার আদায়ের পর ওই ওয়াক্তে আবার আদায় করলে তা নফল গণ্য হবে। তাই জোহর ও এশার নামাজ আদায়ের পর নফলের নিয়তে জামাতের সঙ্গে আবার পড়তে পারবে। 

আরও পড়ুন: নিয়ত করতে ভুলে গেলে নামাজ শুদ্ধ হবে?

তবে ফজর ও আছরের ফরজ আদায়ের পর নফলের নিয়তে দ্বিতীয়বার পড়া যাবে না। কেননা ফজর ও আসরের পর নফল পড়া মাকরুহ। আর মাগরিবের পর যদিও নফল পড়া যায়, কিন্তু তিন রাকাত নফল নেই। তাই ইমামের পেছনে নফলের নিয়তে মাগরিবে শরিক না হওয়াই বাঞ্ছনীয়। একান্ত শরিক হলে ইমামের সালামের পর আরও এক রাকাত একাকী পড়ে নিতে হবে। (আল বাহরুর রায়েক: ২/৭২)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের খুঁটিনাটি মাসয়ালাসহ শরিয়তের সকল বিধি-বিধান জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন।