images

ইসলাম

সিরিয়া-ফিলিস্তিন-ইয়েমেনের জন্য যে দোয়া করেছেন নবীজি

১০ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম

প্রিয়নবী (স.) শুধু উম্মতের জন্যই দোয়া করেননি; বিভিন্ন অঞ্চলের জন্যও দোয়া করেছেন। যেমন শামদেশ ও ইয়েমেনের জন্য তিনি দোয়া করেছেন। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চল। নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য দোয়ার অর্থ হলো- সেই অঞ্চলে বসবাসকারী মানুষ ও অন্যান্য সৃষ্টির কল্যাণ ও বরকতের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা।

শাম ও ইয়েমেনের বরকতের জন্য নবীজির দোয়া
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা।’ অর্থ: ‘হে আল্লাহ! ‘আমাদের শামদেশে ও ইয়ামনে বরকত দান করুন।’

সহিহ বুখারির বর্ণনায় এসেছে, নবীজি (স.) এই দোয়া করার পর (নজদের) লোকেরা বলল, আমাদের নজদেও। রাবী বলেন, নবী (স.) তখন বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা-ফাসাদ। আর শয়তানের শিং সেখান হতেই বের হবে (তার উত্থান ঘটবে)। (সহিহ বুখারি: ১০৩৭)

আল্লাহ তাআলা আমাদেরকেও নবীজির অনুসরণে শাম ও ইয়েমেনের জন্য হাদিসে বর্ণিত দোয়া করার তাওফিক দান করুন। আমিন।