images

ইসলাম

মানুষ পরিচয়ের জন্য জরুরি ৪ গুণ

ধর্ম ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম

বহুল প্রচলিত একটি কথা ‘মানুষ সৃষ্টির সেরা জীব’। কিন্তু কীভাবে এই শ্রেষ্ঠত্ব? আমাদের চেয়ে শক্তিশালী প্রাণী পৃথিবীতেই রয়েছে। বাবুই পাখির পরিকল্পিত ঘর নির্মাণ দেখলে বোঝা যায়, বুদ্ধিমত্তায় পশুপাখি মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। শৃঙ্খলাপূর্ণ ও একতাবদ্ধ জীবন-যাপনে পিপীলিকা বা মৌমাছির চেয়ে আমরা কি এগিয়ে আছি? না, মোটেও না। তাহলে কোন দিক দিয়ে মানুষ সেরা? এখানে আমরা সেসব বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো কারো মধ্যে না থাকলে সে সেরা নয়, বরং জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সেদিকটা ইঙ্গিত করেই মহান আল্লাহ বলেছেন, ‘তারা (মানুষ হয়েও) পশুর মতো, বরং পশুর চেয়েও বেশি নিকৃষ্ট।’ (সুরা আরাফ: ১৭৯)

অর্থাৎ ব্যাপকভাবে মানুষ বলতেই সৃষ্টির সেরা নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে মানুষ পশু থেকেও নিকৃষ্ট হতে পারে। 

যদিও মানুষের সৃষ্টি আল্লাহর কুদরতি হাতে। হ্যাঁ এটি সত্য যে, মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহর কুদরতি হাতে। অন্য যেকোনো সৃষ্টির বেলায় আল্লাহ তাআলা সাধারণত শুধু বলেন- ‘হও’, অমনি তা হয়ে যায়। (দেখুন- সুরা সদ: ৭৫, সুরা নাহল: ৪০)

আরও পড়ুন: ইসলামে জ্ঞানী লোক চেনার উপায়

সুতরাং নিজেদের মর্যাদা তখনই রক্ষা হবে- যদি না আমরা নিজেদের পশুর কাতারে নিয়ে যাই। এছাড়াও মনে রাখা উচিত- আল্লাহ তাআলা দয়া করে নিজ প্রজ্ঞাগুণে মানবজাতির জন্য যুগে যুগে আসমানি কিতাব প্রেরণ করেছেন এবং পবিত্র কোরআন অবতীর্ণ করার মধ্য দিয়ে কেয়ামত অবধি সব মানুষের চূড়ান্ত সফলতার পথ ও পন্থা বাতলে দিয়েছেন। এসবের তোয়াক্কা না করে, অবাধ্যতার সীমা পেরিয়ে নিজেদের শ্রেষ্ঠ ভাবা অমূলক ও বোকামি।

ইসলামের দৃষ্টিতে ৪ গুণাবলী মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে। সেগুলো হলো— ১. সুষ্ঠু বিবেক ২. শুদ্ধ জ্ঞান ৩. আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বগ্রহণ ৪. আল্লাহর ইবাদত। (তাফসির- সুরা আরাফ: ১৭৯; সুরা হজ: ৪৬, সুরা মুহাম্মদ: ২৪, সুরা বাকারা: ১১, ১২, ২৯)

এই চার গুণাবলী ছাড়া শ্রেষ্ঠ হওয়া তথা মানুষের মতো মানুষ হওয়া অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তাওফিক দান করুন। সৃষ্টির সেরা জীব পরিচয়ে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো অর্জনের তাওফিক দান করুন। আমিন।