images

ইসলাম

গাছের যত্ন না নিলে কি গুনাহ হয়?

ধর্ম ডেস্ক

২২ আগস্ট ২০২৩, ০১:২৫ পিএম

গাছ আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। পৃথিবীর শোভাবর্ধনে, বাসযোগ্য পরিবেশের জন্য গাছের ভূমিকা অপরিসীম। গাছ আমাদের শুধুমাত্র ফল ফুল বা ছায়া দিয়ে ক্ষান্ত হয় না। আরো অনেক উপকার যেমন- ক্ষতিকারক গ্যাস শোষণ করে, আসবাব-পত্র বানাতে গাছ লাগে, ঔষধি গাছ থেকে ওষুধ পাই। এক কথায় বেঁচে থাকতেই সাহায্য করে গাছ। নিঃস্বার্থভাবেই আজীবন সাহায্য করে। ইসলাম বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করেছে, একে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করেছে।

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, যখন কোনো মুসলিম গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে, আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায়, এটা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হয়। (সহিহ বুখারি: ২৩২০; সহিহ মুসলিম: ১৫৫৩) 

এমনকি কেউ যদি আমার লাগানো গাছ থেকে চুরি করে খায়, সেটাও বিফলে যাবে না। অবশ্য চুরির কারণে তার গুনাহ হবে, কিন্তু আমি সওয়াব পেয়ে যাবো। হাদিসে এসেছে, জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যেকোনো মুসলিম ফলজ বৃক্ষ রোপণ করবে তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্যে দানস্বরূপ, যা কিছু চুরি হয় তাও দানস্বরূপ, বন্য জন্তু যা খেয়ে নেয় তাও দানস্বরূপ। পাখি যা খেয়ে নেয় তাও দানস্বরূপ। আর যে কেউ যেকোনোভাবে এ থেকে (উপকার) গ্রহণ করে তাও তার জন্যে দানস্বরূপ। (সহিহ মুসলিম: ৩৮৬০)

আরও পড়ুন: বৃষ্টির কারণে মসজিদে না গেলে গুনাহ হবে?

এ বর্ণনার শেষাংশ থেকে বোঝা যায়, শুধু ফলবান গাছ উদ্দেশ্য নয় এবং শুধু ফল খেয়ে উপকার গ্রহণ উদ্দেশ্য নয়, বরং যেকোনো প্রকারের গাছ এবং যেকোনো প্রকারের উপকার গ্রহণই সওয়াব অর্জনের মাধ্যম বলে গণ্য হবে। আরেক বর্ণনায় এসেছে- ‘কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, সেই গাছে যত ফল হবে, তার আমলনামায় ফল পরিমাণ সওয়াব লেখা হবে। (মুসনাদে আহমদ: ২৩৫২০)

কোনো ব্যক্তির লালন-পালনে বেড়ে ওঠা বৃক্ষ থেকে কেউ উপকৃত হলে তার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। লোকটি মারা গেলেও এর সওয়াব সে পাবে। নবী (স.) বলেন, ‘কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে তা ফলদার হওয়া পর্যন্ত তার পরিচর্যা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফল যা নষ্ট হয়, তার বিনিময়ে আল্লাহপাক তাকে সদকার নেকি দেবেন।’ (মুসনাদে আহমদ: ১৬৭০২)

অপ্রয়োজনে বৃক্ষ নিধন করাকে নিষেধ করেছেন নবী (স.)। বলেছেন, ‘যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবে।’ (সুনানে আবু দাউদ: ৫২৪১)

ইউসুফ ইবনু ওমর (রহ) বলেন, ‘কারও যদি একটি গাছ থাকে, সে তার পরিচর্যা না করে মেরে ফেলে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে।’ (রুয়াইনি, মাওয়াহিবুল জালিল: ৫/৫৮৩)

আরও পড়ুন: যে নামাজে সব গুনাহ মাফ

তবে মানুষের চলাচলে কষ্টকর হলে কিংবা অন্যকোনো অসুবিধা তৈরি করে- এমন গাছ কাটলে অসুবিধা নেই। পরিবেশ ও স্থানের জন্য ক্ষতিকর হলে গাছ কাটা যায়, এতে কোনো অসুবিধা নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখেছি জান্নাতে সে ওই গাছের ছায়ায় চলাচল করছে, যেটি সে রাস্তার মোড় থেকে কেটেছিল- গাছটি মানুষকে কষ্ট দিত।’ (মুসলিম: ৫৮৩৭)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাছের যত্ন নেওয়ার তাওফিক দান করুন। অযথা গাছ কাটা থেকে কিংবা বে-যত্নে গাছ মেরে ফেলা থেকে সতর্ক হওয়ার তাওফিক দান করুন। আমিন।