ধর্ম ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম
ইসলামে অসিয়তের বেশ গুরুত্ব রয়েছে। সাধারণত আল্লাহ ও বান্দার যত হক বাকি রয়েছে সেটার ওপর অথবা নেকি লাভের জন্য নিজের সম্পদ থেকে খরচের অসিয়ত করা হয়। এ সংক্রান্ত শরিয়তের নির্দেশনা মেনে ওয়ারিসগণ তা সম্পন্ন না করলে গুনাহগার হবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যারা তার ওসিয়ত শুনে নেওয়ার পর (নিজেদের স্বার্থে) তা পরিবর্তন করে নিলো তাদের জানা উচিত, এটা পরিবর্তনের অপরাধের দায় তাদের ওপরই বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা: ১৮১)
কিন্তু প্রশ্ন হলো- কেউ যদি মৃত্যুর আগে স্ত্রীকে দ্বিতীয় বিয়ে না করার অসিয়ত করেন, তা কি মানতে হবে? উত্তর হলো- না। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চরিত্র হেফাজতের জন্য বা শরিয়ত নির্দেশিত উপায়ে জরুরতের কারণে অন্য কাউকে বিয়ে করতেই পারেন। সুতরাং স্বামীর বিয়ে না করা সংক্রান্ত ওসিয়ত পালন করা স্ত্রীর জন্য ওয়াজিব নয়। সুরা বাকারার ১৮২ নম্বর আয়াতে এর দলিল রয়েছে। ইরশাদ হয়েছে, ‘তবে যদি কেউ অসিয়তকারীর পক্ষপাতিত্ব কিংবা পাপের আশংকা করে, অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো অপরাধ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।’ (সুরা বাকারা: ১৮২)
একইভাবে স্বামীর জন্যও তার প্রয়াত স্ত্রীর বিয়ে না করার অসিয়ত মান্য করা জরুরি নয়। সে ইচ্ছা করলে বিয়ে করতে পারবে। এমনকি সে শরিয়তের শর্তপূরণসাপেক্ষে চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে; দু’টি, তিনটি অথবা চারটি।’ (সুরা নিসা: ৩)
প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের জন্য আবশ্যক হলো ইদ্দত পালন করা। এটি শরিয়তের বিধান। স্বামী মারা গেলে স্ত্রীকে চার মাস ১০ দিন ইদ্দত পালন করতে হয়। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, ‘তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয়, তাদের স্ত্রীরা চার মাস ১০ দিন প্রতীক্ষায় থাকবে..।’ (সুরা বাকারা: ২৩৪) ইদ্দত পালনের আগে কোনো নারী যদি দ্বিতীয় বিয়ে করে, ওই বিয়ে সহিহ হবে না। (সহিহ মুসলিম: ১৪৮২; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৯১৬৮; বাদায়েউস সানায়ে: ৩/৩২৫; আদ্দুররুল মুখতার: ৩/৫৩৫; আলমুহিতুল বুরহানি: ৫/২৩৭)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শরিয়তের সকল নির্দেশনা যথাযথ পালন করার তাওফিক দান করুন। আামিন।