ধর্ম ডেস্ক
২৯ জুন ২০২৩, ০৪:৪৭ পিএম
মুসলমানদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (স.) নিয়মিত কোরবানি করতেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (স.) মদিনায় ১০ বছর অবস্থান করছিলেন, প্রতিবছর তিনি কোরবানি করেছেন।’ (ইবনে মাজাহ: ৩১২৭)
কোরবানির সওয়াব অনেক বেশি। রাসুল (স.) বলেছেন, (কোরবানির পশুর) প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। (সুনানে ইবনে মাজাহ: ৩২৪৭) কোরবানির পশুর যেসব অংশ খাওয়া যায় না
কোরবানি জাহান্নামের প্রতিবন্ধক। আবদুল্লাহ ইবনে হাসান (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, ওই কোরবানির জবেহকৃত পশু কোরবানিদাতার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে।’ (আল মুজামুল কাবির: ২৬৭০)
ইসলামের দৃষ্টিতে বৈধ পশুর কিছু অংশ ফেলে দিতে বলা হয়েছে। মূলত ওই সব অংশ খাওয়া ইসলামে নিষিদ্ধ। সেগুলো হলো- ১. প্রবাহিত রক্ত, ২. অণ্ডকোষ, ৩. চামড়া ও গোশতের মধ্যে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি, ৪. মূত্রথলি, ৫. পিত্ত, ৬ ও ৭. নর ও মাদির যৌনাঙ্গ।
হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (স.) বকরির সাতটি জিনিস অপছন্দ করেছেন: পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর ও মাদির যৌনাঙ্গ, অণ্ডকোষ, (প্রবাহিত) রক্ত।’ (কিতাবুল আসার: ৮০৮) পশুর যেসব অংশ খাওয়া হারাম
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হালাল পশুর অবৈধ অংশগুলো খাওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন। পশুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ? মাংসাশী প্রাণী খাওয়া যাবে কি? গরুর অণ্ডকোষ খাওয়া, গরুর জমাট রক্ত খাওয়া, গরু ছাগলের মূত্রথলী, গরু ছাগলের যৌনাঙ্গ