images

ইসলাম

হজের খুতবা বাংলায় শুনবেন যেভাবে

ধর্ম ডেস্ক

২৭ জুন ২০২৩, ০১:২৮ পিএম

images

আজ ৯ জিলহজ। পবিত্র হজের দিন। আরাফার মাঠে অবস্থান করছেন ২৫ লাখের অধিক হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে এ প্রান্তর। সৌদি আরবের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশে খুতবা দেবেন দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ। হজের বাংলা খুতবা শুনবেন যেভাবে

টানা চতুর্থবারের মতো এবারো হজের খুতবা বাংলা ভাষায় হজের খুতবা শোনা যাবে। এবার খুতবার বাংলা অনুবাদ করার প্রধান দায়িত্বে থাকবেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সাথে থাকবেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। হজের খুতবা বাংলায় শোনার উপায়, যেভাবে হজের খুতবা বাংলায় শুনবেন

হজের খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/home) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করতে হবে। বাংলায় হজের খুতবা, hajj er khutbah bangla

মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যাবে। এছাড়া ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা শোনার ব্যবস্থা রয়েছে। বাংলায় হজের খুতবা শোনার অ্যাপ

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদের পুরো কার্যক্রম পরিচালিত হয়।

এ বছর বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ লাইভ সম্প্রচারিত খুতবাটি শুনবে বলে আশা করা হচ্ছে। তাই ২০টির বেশি ভাষায় এর সরাসরি অনুবাদ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ভাষাগুলো হলো- ইংরেজি, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, পার্সি/ফরাসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা, বাংলা, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়ালাম, ফিলিপিনো ও জার্মান। ‍app to hajj khutbah bangla হজের বাংলা খুতবা শোনার অ্যাপ