images

ইসলাম

চার বছর পর পুরনো রূপে হজ

ধর্ম ডেস্ক

২৫ জুন ২০২৩, ০৩:৫২ পিএম

করোনা মাহামারির কারণে তিন বছর সীমিত পরিসরে পালিত হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভ হজ। কিন্তু এবার কোনো বিধিনিষেধ নেই। করোনা মহামারি শুরুর পর চতুর্থ বছরে এসে হজের পুরনো রূপ ফিরেছে। বিশ্বের ১৬০টি দেশের কমপক্ষে ২০ লাখ হজযাত্রী পবিত্র মক্কায় ইতোমধ্যে সমবেত হয়েছেন। পালন করবেন হজের আনুষ্ঠানিকতা। এ খবর দিয়েছে সৌদি সরকার পরিচালিত অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, অনেক দেশের কর্মকর্তারা এরই মধ্যে এ বছর তাদের জন্য নির্ধারিত হজকোটা পূরণ করেছেন। 

২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিলেন। তবে ২০২০ ও ২০২১ সালে সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি। ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন। সে বছর শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত।

জেনারেল অথরিটি ফর স্ট্যাটিক্স প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ১৪৪০ হিজরিতে (২০১৯ সালে) সৌদি আরবের ভেতরের পুরুষ হাজীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৪ হাজার। তার মধ্যে দুই লাখ ১১ হাজার ছিলেন সৌদি আরবের নাগরিক। বাকি ৪ লাখ ২৩ হাজার বিদেশি, যারা সৌদি আরবের মধ্যে ছিলেন আগে থেকেই। পুরনো রূপে হজ

এবার কঠিন শর্ত নেই। তাছাড়া সেবার মান আগের চেয়ে উন্নত। সব মিলিয়ে হজের স্বাভাবিক জৌলুশ-উদ্দীপনায় ফিরেছে পুরনো রূপ, সেইসঙ্গে আধুনিক সেবা। বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে ৫৭টি মুসলিম দেশ। এছাড়া আরও ১০০টি দেশ থেকে মোট কমপক্ষে ২০ লাখ হজযাত্রী এবার সমবেত হচ্ছেন সৌদি আরবে। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আবদেল ফাত্তাহ মাশাত বলেছেন, এ বছরের হজ ব্যতিক্রমী। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজ অপারেশনে যেসব পক্ষ অংশ নিচ্ছে তাদের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং সৌভ্রাতৃত্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় ও সব প্রতিযোগী কর্তৃপক্ষের মধ্যে কাজ হচ্ছে যৌথভাবে। করোনা পরবর্তী হজ

তিনি আরও বলেন, করোনা মহামারির আগে যেসব ব্যবস্থা নেওয়া হত, এবারও সেই একই ব্যবস্থা নেয়া হয়েছে। পবিত্র মক্কার সড়কের নিরাপত্তা বা সেবায় যোগ দিতে অনেক দেশ থেকে আবেদন পেয়েছে সৌদি আরবের সংশ্লিষ্ট দপ্তর। ওইসব আবেদন যাচাই বাছাই করে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিপুল সংখ্যক সেবা বিষয়ক কোম্পানি প্রতিযোগিতার ভিত্তিতে তাদের সেবা দিয়ে যাবে। এক্ষেত্রে কোনো কোম্পানির অবহেলা পরিলক্ষিত হলে তাদেরকে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে তাদের জরিমানা হিসেবে ক্ষতিপূরণ দিতে বলা হতে পারে। ৪ বছর পর হজের রূপ

২০২৩ সালের হজ তথা এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা আগামীকাল সোমবার থেকে শুরু হবে। তবে আজ রোববার সূর্যোদয়ের পর থেকে মিনায় রওনা করবেন হাজিরা, যেন জোহরের আগে মিনায় পৌঁছতে পারেন। সেই হিসেবে আজ থেকেই হজের মূল কর্মযজ্ঞ শুরু হচ্ছে। মিনায় পৌঁছে তারা জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের সালাত আদায় করবেন।