images

প্রবাস

লন্ডনে প্রবল তুষারপাতের শঙ্কা

ঢাকা মেইল ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

ডিসেম্বরে প্রথম তুষারপাতের পর চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে প্রবল তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউকের আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, তৃতীয় সপ্তাহের শুরুতে লন্ডনকে বৈরি আবহাওয়া তথা ভারী বৃষ্টিপাত ছাড়াও প্রবল তুষারপাত এবং মেঘলা আবহাওয়া মোকাবিলা করতে হতে পারে।

এই সময়ে বৈরি আবহাওয়ার সবচেয়ে বেশি সম্মুখীন হতে পারে লন্ডনের উত্তর ও পূর্ব অঞ্চলগুলো। তবে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ১৮ জানুয়ারি থেকে লন্ডনসহ যুক্তরাজ্যের অনেক অঞ্চলই তুষারে ঢেকে যাবে।

২০২২ সালের ডিসেম্বরের ১১ তারিখ ইংল্যান্ডের তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে যাওয়ার পরপরই বছরের প্রথম তুষারপাত হয়। এমনকি ওই বছরের ডিসেম্বরের শুরুতে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছিল যুক্তরাজ্যের রাজধানীসহ বিভিন্ন অঙ্গরাজ্য। তবে নতুন এই আশঙ্কা ঘিরে লন্ডনের স্থানীয় কাউন্সিল অফিস সম্ভাব্য বৈরি আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

/আইএইচ