images

প্রবাস

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা মেইল ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২২, ১০:৩২ পিএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এরমধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।

এ দিন বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সাবেক কমিটি ছাড়াও বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

>> আরও পড়ুন: কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কাছে প্রবাসীদের প্রত্যাশা

এ সময় নতুন কমিটির সভাপতি কয়েস চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে তুললো।

একই সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।

বার্ষিক সাধারণ সভা শেষে নৈশভোজের পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে ও গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।

জেএম/আইএইচ