নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু নানামুখী জটিলতা, দালালচক্র ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ অবস্থার অবসানে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগ জরুরি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট, ২০২৬-এর উদ্যোগে সেবা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম মঞ্জুর। সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আরও পড়ুন:
বছরের শুরুতেই প্রবাসী আয়ের পালে হাওয়া
সভায় প্রবাসীদের সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে নীতি সংস্কার ও সেবা ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতারণা ও শোষণ থেকে রেমিটেন্স যোদ্ধাদের যে কোনো মূল্যে রক্ষা করার আহ্বানও জানান তারা। এসময় সংশ্লিষ্ট দফতর এবং বিদেশি দূতাবাসগুলোতে ‘লাল ফিতার’ দৌরাত্ম্য বদ্ধের জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে প্রবাসীদের জন্য কার্যকর ও বাস্তবসম্মত ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু, দেশে ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের সম্পদ ও অধিকার সুরক্ষা এবং প্রবাসী ইস্যুতে দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় প্রবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে সংরক্ষিত আসনের দাবিও উত্থাপিত হয়।
এম/এএম