নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মামলায় দণ্ডিত ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে। দেশটির ৫৪তম জাতীয় দিবস ইদ আল ইতিহাদ উপলক্ষে আমিরাতের শাসকেরা এই ক্ষমা ঘোষণা করেন।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আমিরাতজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি বছর জাতীয় দিবস, ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকেরা দণ্ডিত বন্দিদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন। এর মূল উদ্দেশ্য হলো ক্ষমাশীলতার চর্চা, সমাজে পুনরায় একীভূত হওয়া এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।
এবারের ক্ষমা কর্মসূচির আওতায় ২০২৫ সালের শেষ দিকে বিপুলসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। এর মাধ্যমে তাঁরা নতুন করে জীবন শুরু করার এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।
এই উদ্যোগ আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতিবছর ২ ডিসেম্বর পালিত হয়। এ দিনটি ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যের স্মরণে পালিত হয়।
এআর