images

প্রবাস

বেগম জিয়ার স্মরণে দোহায় বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই

০৫ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি শোকবই খোলা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি বাংলাদেশ দূতাবাসে এসে শোকবইতে স্বাক্ষর করেন এবং শোকবার্তা প্রেরণ করেন।

শোক প্রকাশকারীদের মধ্যে ছিলেন ভারতের রাষ্ট্রদূতসহ সিঙ্গাপুর, ইরাক, পাকিস্তান, নেপাল, মেক্সিকো, ইরিত্রিয়া, জিবুতি, বেলারুশ এবং জর্ডান হাশেমাইট কিংডমের কূটনীতিকরা।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, শোকবইটি সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত সর্বসাধারণ ও কূটনৈতিক প্রতিনিধিদের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে ১ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী এবং ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর নিকট পৃথকভাবে শোকবার্তা প্রেরণ করেন।

এছাড়া কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক শোকবার্তা পাঠান।

/এএস