প্রবাস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত চট্টগ্রামবাসীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চট্টগ্রাম সমিতি কাতারের আয়োজনে ‘চাটগাঁইয়া মেজ্জান’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারের সাহানিয়া আল দোসারি পার্কে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাঈল মনসুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
সংগঠক মো. মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন, মেজ্জান উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন এম মঈন উদ্দীন, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল, সহ-সভাপতি মাওলানা জমির উদ্দীন, মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ পেয়ারুসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মফিজুর রহমান সামি, ফজল কবির, মোহাম্মদ আমির, এইচ এম শরীফ, মো. এরশাদুল আলম, মো. মাইনুল করিম, সোহেল সিকদার, নাজিম উদ্দীন ভূইয়া, নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোরশেদ চৌধুরী, জিন্নাত আরা বেগম, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহাবুব আলম, প্রকৌশলী আমানত হোসেন, ফকরুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, এটিএম আসাদুজ্জামান বাবলু, নাসের সিদ্দিকী, ইদ্রিস বিষু, মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইমরান মামুন, দফতর সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক শাহাদাত হোসেনসহ অনেকে।
শেষে ঐতিহ্যবাহী চাটগাঁইয়া খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, চট্টগ্রামের আঞ্চলিক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।
জেবি