images

প্রবাস

লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ঢাকা মেইল ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ১৬ ডিসেম্বর কনস্যুলেটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ দিন সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

523বিকেলে মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলনের আত্মত্যাগ ও ভূমিকার কথাও তুলে ধরেন তারা। 

বক্তারা বলেন, এই আন্দোলন দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও নাগরিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

বক্তব্যে জাতীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশির সম্মিলিত ভূমিকার ওপরও আলোকপাত করেন বক্তারা।

আলোচনা সভায় কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতিসত্তার চূড়ান্ত প্রকাশ। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসের গণ–অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জনগণের সাহস ও ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থান দুর্নীতির বিরুদ্ধে জনগণের সংগ্রাম, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে শক্তিশালী করেছে।’

কনসাল জেনারেল আরও বলেন, ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি–আমেরিকানদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পারস্পরিক নেটওয়ার্ক জোরদার এবং প্রবাসী পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।’

5739_1444দিবসটি উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে একটি ভোটার নিবন্ধন কার্যক্রমও পরিচালিত হয়, যাতে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদীর আশু সুস্থতা কামনা এবং বাংলাদেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআই