০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম
‘ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা/ তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা/ ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।’ প্যারিসের একটি নগরভবনের সুরম্য টাউন হল। সেখানেই বাজছিল এই সুর।
হলটির ছাদ থেকে দেয়াল-তিল ধরবার ঠাঁই নেই। ঢেকে আছে ইউরোপীয় শিল্পকর্মের অসামান্য সব চিত্রকর্মে। আছে পাথরের ভাস্কর্যও। এমন রাজসিক আবহে পালিত হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস।
বৃহস্পতিবারের (৪ ডিসেম্বর) হিমসন্ধ্যায় প্যারিসের ১৬তম আরোনডিসমোর নগরভবনের হলে হয়েছে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ছিল এর মূলে। নানা আয়োজনে অনুষ্ঠানস্থল কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।
প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এক সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে শুরু করেছিল আক্রমণ। সেই অবদানের প্রতি সম্মান রেখে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং এরপর ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় উপস্থিত অতিথিরাও কণ্ঠ মেলান সেই সুরে। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র পর্দায় দেখানো হয়। অনুষ্ঠান মঞ্চের ডানে ছিল লাল-সবুজের পতাকা। বাঁয়ে ছিল নীল-সাদা-লাল জমিনের ফ্রান্সের পতাকাও।
ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা অনুষ্ঠানে বক্তৃতা করেন। তবে আনুষ্ঠানিকতা শুরু হয় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লার স্বাগত বক্তব্যে।
এসময় তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বগাঁথা স্মরণ করেন। পাশাপাশি যেকোনো দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
আমন্ত্রিত ছিলেন ফ্রান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা।
রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তার বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসটির গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীকালে দেশের নানা ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং মানবিক উদ্যোগগুলোর বিষয়টি উল্লেখ করেন।
আরও পড়ুন: বছরের প্রথম হিমপাত, পারির জমে যাওয়া রাত
ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী এই প্রতিনিধি তার বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় জীবন বিলিয়ে দেওয়া সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
টাউন হলের সুরম্য সেই কক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ অকুতভয় সাত বীরশ্রেষ্ঠের ছবি প্রদর্শন করা হয়। ছিল বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর বিভিন্ন চিত্র সম্বলিত ব্যানারও। প্রবেশ পথে ছিল বাংলাদেশের ইতিহাস, ঐহিত্য তুলে ধরা বিভিন্ন প্রকাশনার প্রদর্শনীও। যেখানে ঠাঁই পেয়েছে কূটনৈতিক অঙ্গনে প্রকাশিত কয়েকটি পত্র-পত্রিকাও।

দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।
এছাড়া ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ কমিউনিটির রাজনীতিক, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রবীণ ও নবীন ব্যক্তিরা ছিলেন আমন্ত্রিত। এদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ তাহের, আবুল খায়ের লস্কর, মোহাম্মদ ইফতেশাম, আহসানুল হক বুলু, এম এ রহিম, মোহাম্মদ আরিফ উল্লাহ, শহিদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জুনেদ আহমেদ, ইমরান আহমেদ প্রমুখ।
এজেড