images

প্রবাস

চীনে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। আসিফ হক রুপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির বৃহত্তর চীন শাখার নেতা মো. সাখাওয়াত হোসেন কানন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- শাখার নেতৃবৃন্দ শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ ওয়ালী, হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং এস এ শাহীন মল্লিক।  

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠিত এ সভায় চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিক, বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এএইচ