images

প্রবাস

বেইজিংয়ে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

১৭ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম

চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে। বেইজিংয়ের স্থানীয় এক হোটেলে আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ (সিপিএএফএফসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা সরকারি কর্মকর্তা, প্রাক্তন রাষ্ট্রদূত, ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। 

5be8f4f22ef3d4619a06a81fb522f24
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম স্বাগত বক্তব্যে দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক খাম উন্মোচন ও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য কয়েকজন চীনা নাগরিক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। 

b431f6123e34d8592f70b705009882a
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন

সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, শুভ ও অনি হাসানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এ আয়োজন দুই দেশের বন্ধুত্ব, সাংস্কৃতিক সংযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হয়ে ওঠে।

ক.ম/