images

প্রবাস

ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বছর পর গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই ২০২৫, ১১:২৭ এএম

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনুপ্রবেশের অভিযোগে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুজন বাংলাদেশি নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারপর তারা পরিযায়ী শ্রমিকের কাজে ভারতের হায়দরাবাদে যায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, যে দুইজন বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দত্তফুলিয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানতলা থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করেছিল এক ভারতীয় দালাল। ভারতে থাকার জন্য তাদের কাছে কোনো বৈধ-নথি ছিল না।

গ্রেফতার হওয়াদের মধ্যে একজন আলপনা দাস, তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। অপরজন আরিফ উল্লাহ বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এই ঘটনায় অনুপ্রবেশের সঙ্গে জড়িত ভারতীয় দালালদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রানাঘাট মহকুমা দেওয়ানী আদালতে অভিযুক্তদের হাজির করা হয়।

এমআই/এএস