images

প্রবাস

পর্তুগালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা মেইল ডেস্ক

২৬ মে ২০২৫, ০৭:০০ পিএম

পর্তুগালে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করতে গঠিত হলো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল।

রোববার (২৫ মে) লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে এক সভায় সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন আবুল হাসনাত এবং সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্স। কোরআন তেলাওয়াত করেন মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার রফিকুল হায়দার, কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুস সোবাহান, বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম অধ্যাপক মুফতি মাওলানা আবু সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ এবং কমিউনিটি নেতা রনি হোসাইন।

portugal1

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে লায়ন আবুল হাসানাত ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুম আহমদকে নির্বাচন করা হয়। এছাড়া ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটিও গঠন করা হয়।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, এড. এনামুল ইসলাম, শিপলু আহমদ, দবির আহমদ, কাশেম বিন শহীদ, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, ইসমাইল আহমদ নাহিদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, মারুফ আহমদ, নুরুল হুদা নাহাজ, সাব্বির আহমদ, শাহীন আহমদ রিপন, মোহাম্মদ আলী হোসেন, দফতর সম্পাদক রবিউল ইসলাম, সহ-দফতর সম্পাদক আশরাফ হোসাইন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম, ক্রীড়া সম্পাদক: ইমতিয়াজ ইমতি।

নবগঠিত কমিটি প্রবাসী সিলেটবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয় সভায়।

সিএ/এমএইচটি