প্রবাস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ এএম
পর্তুগালে সোমবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে, যার ফলে লিসবন ও পোর্তোতে মেট্রো বন্ধ হয়ে গেছে এবং ট্রেন চলাচল স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পানির সরবরাহ ব্যাহত হয়েছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনীয় পণ্য কেনার জন্য দোকানগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
পর্তুগাল ছাড়াও স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ নেই বলে খবর পাওয়া গেছে।
পর্তুগালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা থেকে সারাদিন পর্যন্ত সময় লাগতে পারে। ইউরোপে এত বড় পরিসরের বিদ্যুৎ বিপর্যয় অত্যন্ত বিরল। কর্মকর্তারা প্রাথমিকভাবে সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং পর্তুগিজ প্রধানমন্ত্রী বলেছেন, সাইবার আক্রমণের ‘কোনো ইঙ্গিত’ নেই।
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছেন, পর্তুগাল এবং স্পেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে সাইবার আক্রমণের কোনো ইঙ্গিত নেই।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ এখনো অজানা, তবে এখন স্পষ্ট যে এটি ‘পর্তুগাল থেকে উদ্ভূত হয়নি।’
এদিকে বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ট্রাফিক লাইট। ফলে পর্তুগিজ রাজধানী লিসবনের রাস্তাঘাটে যানজট লেগে গেছে। পুলিশ কর্মকর্তারা বন্ধ থাকা ট্র্যাফিক লাইটের জায়গা দখল করে নিয়েছেন, বাঁশি বাজিয়ে এবং হাতের সিগন্যাল ব্যবহার করছেন। দুপুরের খাবারের সময় শহরজুড়ে ট্র্যাফিক লাইট কাজ করা বন্ধ করে দিয়েছে। বাসের জন্য বিশাল লাইন রয়েছে এবং মেট্রো বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় ইলিক্ট্রিক গাড়িও নিয়েও বিপত্তিতে পড়েছেন চালকরা।
সিএ/জেবি