প্রবাস ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম
বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মালয়েশিয়ার কামপুংজাওয়া শাখা বিএনপি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গতকাল সন্ধ্যায় কামপুংজাওয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কামপুংজাওয়া শাখা বিএনপির সভাপতি আবু সাইদ বাবুলের সভাপতিত্বে এবং সারোয়ার আলম সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন আহমেদ, কামপুংজাওয়া শাখার সহ-সভাপতি এনামুল হক আমির, শাহিন শেখ, ও সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান।
এছাড়া, মাহফিলে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন, নাঈমুল আবেদ শিমুল, মাসুদ রানা আজিজ, শাকিল আহমেদ রবি, মিলন, জয়নাল মাঝী, বাবুল মাঝী, কামরুল হাসান, হিরন, সারোয়ার হোসেন সজিব, রাশেদ, এরশাদ, রাজিব, মোস্তফা কামালসহ কয়েক শতাধিক প্রবাসী।
ইফতারের পূর্ব মুহূর্তে শহীদ জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তালহা মাহমুদ।
এইউ