images

প্রবাস

পর্তুগালে মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ থাকার আহবান

প্রবাস ডেস্ক

২৩ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম

images

ধর্মীয় মূল্যবোধে ভেদাভেদ ভুলে বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে এগিয়ে নিতে আহবান জানিয়েছেন কমুনিদাদে খিলিজিওজা এ কুলতুরাল ইসলামিকা এঁ পর্তুগাল। সংগঠনের নেতারা বলেন, ইসলাম ধর্মের বাণী হচ্ছে মানব কল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একইসূত্রে গাঁথা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।

সম্প্রতি পর্তুগালের সেতুবাল জেলার বাখাইরোতে কমুনিদাদে খিলিজিওজা এ কালচারাল ইসলামিকা এঁ পর্তুগাল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটি পর্তুগালের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। পর্তুগালের মুসলিম সম্প্রদায়ের কল্যাণ প্রচার, ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং আন্তঃধর্মীয় সংলাপ উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে।

অনুষ্ঠানে আলোচনায় সংগঠনটির সেতুবাল জেলার সভাপতি ডক্টর লুৎফুর রহমান রমজান মাসে ইবাদতের ফজিলত নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি ইসলামের দীক্ষা। পরোপকারের মহান ব্রত নিয়েই একে ওপরকে সহায়তা করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন বলেন,পর্তুগালে নতুন প্রজন্মের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিতে হবে। আমরা শুধু অর্থ উপার্জনেই নিজেদের ব্যস্ত না রাখি। আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়েও আমাদের আমল থাকতে হবে।

সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মারতিম মনিজ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন রমজানে বেশি বেশি আমল করার ফজিলত নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমুনিদাদে খিলিজিওজা এ কালচারাল ইসলামিকা এঁ পর্তুগালের বাখাইরো শাখার সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন, সেক্রেটারি মহসিন কবির প্রমুখ।

সিএ/এমএইচটি