প্রবাস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাডভোকেট আকুনাজি ফারাহ দিবা। মালয়েশিয়ার পেনাং রাজ্যে অনুষ্ঠিত বাংলাদেশ মুসলিম কমিউনিটি পেনাং-এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিনি জানান, মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি প্রবাসী আইনি সমস্যায় পড়েন, তাদের শর্তসাপেক্ষে তিনি সহায়তা দেবেন। এ কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার বাবা একজন বাংলাদেশি এবং মা একজন চাইনিজ। একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে আমি গর্বিত।”
মালয়েশিয়ার সরকার অনুমোদিত বাংলাদেশ মুসলিম কমিউনিটি পেনাং সম্প্রতি বাংলাদেশ দূতাবাস থেকে সেরা কমিউনিটির পুরস্কার লাভ করে। এ উপলক্ষে পেনাং রাজ্যের ইক্সোরা হোটেলের লবি লাউঞ্জে এক আলোচনা সভা ও ডিনার আয়োজন করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির সভাপতি মো. মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন আব্দুল নাকিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল জলিল এবং মোনাজাত পরিচালনা করেন ওস্তাদ শেখ আবদুল্লাহ বিন হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, কোষাধ্যক্ষ মো. মমিন, সহকারী কোষাধ্যক্ষ মো. নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং উপদেষ্টা দাতু সেরী নূর জাইনান এইচজে জয়নাল।
অ্যাডভোকেট আকুনাজি ফারাহ দিবা ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নারী-পুরুষ এবং তাদের সন্তানসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশি কমিউনিটির ঐক্য আরও শক্তিশালী হয়েছে।