images

প্রবাস

প্রবাসীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

ঢাকা মেইল ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

মালয়েশিয়ার সরকার পেট্রোল স্টেশনে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগের ঘোষণা দিয়েছে। এখন থেকে বিদেশি কর্মীরা পেট্রোল স্টেশনগুলোর ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, এই সিদ্ধান্তটি ১৯৯৫ সালের স্ব-পরিষেবা কার্যক্রমের নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। তখন বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা ছিল, তবে এখন পেট্রোল স্টেশনে ক্যাফে, দোকান এবং অন্যান্য পরিষেবাগুলো চালু হওয়ায় নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের কারণে বিদেশি কর্মী কোটা বৃদ্ধি হবে না। শুধু পেট্রোল স্টেশনে কাজ করা কর্মীদের মধ্যে থেকেই নতুন নিয়োগ দেওয়া হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত অতিরিক্ত বিদেশি কর্মী কোটার জন্য আবেদন স্থগিত থাকবে।

এদিকে, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেন, নতুন নিয়মে মালয়েশিয়ান পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের (পিডিএএম) মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ এবং নিয়োগকর্তার স্থানান্তর করা যাবে। আগে বিদেশি কর্মীদের নিয়োগের দায়িত্ব ছিল এজেন্টদের, তবে এখন এটি পেট্রোল স্টেশন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর হাতে থাকবে।

এমএইচটি