images

প্রবাস

‘রাসুলের আদর্শিক দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে হবে’

০৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রতি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দাওয়াত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের। তিনি এ কথা বলেছেন রোববার (৩ নভেম্বর) কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী মসজিদ জামেকে অনুষ্ঠিত এক সিরাতুন্নবি (সা.) মাহফিলে।

প্রবাসী দাওয়াহ ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব করেন সুরাও হাপ-সুন মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা গাজী আবু হোরায়রা। এতে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল করিম ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ছাত্র ভিপি বশির ইবনে জাফর।

এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর-রিফায়ি মালয়েশিয়ার চেয়ারম্যান উস্তাজ হাজি আহমাদ হাফিজ আল বাকানি।

মাহফিলে প্রধান অতিথি মুফতি আবুল খায়ের আরও বলেন, "আত্মশুদ্ধির বিকল্প কিছু নেই। প্রবাসের এই ব্যস্ত জীবনে নিজেদের সততার চাদরে আবৃত রাখতে হবে। যা কিছুই করুন, তা যেন আল্লাহর এবাদতের অন্তর্ভুক্ত হয়।"

এই অনুষ্ঠানে কুয়ালালামপুরে অবস্থানরত বিভিন্ন স্তরের প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ছিল, যা রাসূলের দাওয়াতকে সম্প্রসারিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এইউ