images

প্রবাস

প্রেমের মহিমা

১০ জুলাই ২০২৪, ০৯:৫২ পিএম

তোমার চোখের গভীরে হারিয়ে যাই,
তোমার হাসির মায়াবী জালে আমি মগ্ন হই,
সেখানে খুঁজে পাই,
আমার সকল স্বপ্নের প্রতিচ্ছবি।

তোমার কণ্ঠের মিষ্টি সুরে আমি বিমোহিত,
প্রাণ পায় আমার নির্জন মন,
তোমার প্রতিটি কথায় জেগে ওঠে,
ভালোবাসার এক নতুন সকাল।

তোমার চুলের মৃদু সুবাসে,
মিলিয়ে যায় সকল ক্লান্তি,
তোমার কোমল স্পর্শে পাই শান্তি,
অবিরাম শান্তির পরশ।

তুমি আমার হৃদয়ের মণিকোঠায়,
তোমার স্মৃতিতে বাঁচি প্রতিদিন,
তোমার প্রণয়ের আগুনে জ্বলে,
আমার ভালোবাসার প্রদীপ।

তোমার সান্নিধ্যে যে সুখ পাই,
তা ভাষায় বলা অসম্ভব,
তুমি ছাড়া এ জীবন অন্ধকার,
তুমি আমার সুখের অমৃত।

তোমার প্রেমের স্রোতে,
ভাসিয়ে দেই আমার সমস্ত প্রাণ,
তোমার ভালোবাসায় বেঁচে আছি,
তুমি আমার চিরন্তন স্বপ্ন।

তুমি আমার জীবনের মাধুর্য,
তোমার প্রেমে লেখা আমার কাব্য,
তুমি আমার সমস্ত অনুভূতি,
তোমার ভালোবাসায় আমি ধন্য।

তোমার ছোঁয়ায় বদলে যায়,
আমার সমস্ত দুঃখের গাথা,
তুমি আমার স্বপ্নের রাজকুমারী,
তোমার প্রেমে রচিত আমার জীবনের পথ,
সে পথ যেন হয় জীবনের শ্রেষ্ঠ শপথ।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। rahman.mridha@gmail.com