images

প্রবাস

দিল্লির মিনি বেঙ্গল চিত্তরঞ্জন পার্কে উচ্চাঙ্গ সংগীতের আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম

দিল্লির মিনি বেঙ্গল চিত্তরঞ্জন পার্কে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে মিউজিক যোগা আর্ট অ্যান্ড কালচার সোসাইটি। এতে ভারতের কিংবদন্তি গজল শিল্পী প্রভাতি মুখোপাধ্যায় সংগীত পরিবেশন করেন। এ সময় তার সঙ্গে প্রখ্যাত গায়িকা তনয়া ভাদুড়ীও সংগীত পরিবেশন করেন।

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লির মিনি বেঙ্গল চিত্তরঞ্জন পার্কে বিপিন চন্দ্র পাল অডিটোরিয়াম এই সংগীতের আসর অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন
দিল্লির কালকাজী ডিডিএ ফ্লাটসের বাঙালিদের বর্ষবরণ পালিত

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর দুই শিল্পীকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করেন সোসাইটির কর্ণধার অনীতা হালদার। এ সময় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। পরে আনীতা হালদার তাকেও উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। 

এছাড়া আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির সাধারণ সচিব শ্রী সুভাষ চন্দ্র রায়সহ অন্য অতিথিদেরও অভ্যর্থনা জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি শাবান মাহমুদ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি এবং ভারত-বাংলাদেশের গভীর বন্ধুত্বের কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। 

এইউ