প্রবাস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১০:৩১ পিএম
বিবেক বলিল মোরে সেদিন শবে কদরে,
খুঁজিতেছি আমি নির্দোষ একজন বন্ধুরে।
কহিলাম আমি তাহারে,
খুঁজিতে খুঁজিতে বন্ধুহীন হবে,
তবু খুঁজে পাবে না সেই বন্ধুরে।
এ জীবনে আমি যতটুকু জেনেছি,
হবে না তা এক ফোটা বিন্দু।
না জানা রয়েছে এতসব কিছু,
কল্পনা করিলে হবে এত বেশি,
মনে হবে যেন সেই নদী সিন্ধু।
মেধাবী সেজে গর্ব করিয়া,
কত কিছু ভাবি মনে।
শয়তানি ভাব যদি মনে জাগে,
কী হবে তখন সেই মেধা দিয়ে?
ঘৃণিত হয়ে বেচেঁ না থেকে,
অন্ধের মতো বিশ্বাস না করে,
আলোর মতো জ্বলে ওঠো।
হারিয়ে গেলে অন্ধকারে,
ফিরে পাবে সেই আলোটুকু,
বাঁচতে ইচ্ছে করবে তখন,
বাকি জীবনের সময়টুকু।
হয়তো একটু দেরিতে বুঝিবে,
এই কথাগুলোর সত্যটুকু।
প্রয়োজন ছাড়া কেউ থাকে না,
বিপদে তোমার পাশে।
সংযোজন আর বিয়োজনে,
যদি সংবিধান তৈরি হয়,
করিতে পারিলে পরিবর্তন,
সে বিধান মানা যায়।
ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো,
কী দরকার অভিশাপ নিয়ে।
বেঁচে থেকেই বা কী লাভ হবে?
যদি মনুষ্যত্ব আর সততা,
না বাসা বাধে হৃদয়ে।
ক্ষমতার নয় বুদ্ধিকে বেশি,
আকড়ে ধরো জীবনে।
লাগিতে পারে লড়াইয়ের সময়,
বুদ্ধি জোগাতে জিততে তোমায়।
হার-জিতের গল্প তাঁকেই বলো,
যে জানতে চায়।
জোর করে যদি শোনাও গল্প,
শুনিবে না তা কেউ হায়।
চেতনায় যদি থাকে মন জুড়ে,
কেমনে খাবে তারা তোমারে খুঁড়ে?
নিখুঁত হয়ে বেঁচে থাকার জন্য,
মানুষ সৃষ্টি নয়।
মানুষ সৃষ্টি শেখার জন্য,
শিখতে শিখতে হঠাৎ একদিন,
হারিয়ে যাবে নিজের মাঝে।
দুপুর বিকেল সন্ধা শেষে,
আসবে সকাল নতুন বেশে।
দেখবে তখন নতুন করে,
ভালোবাসার মানুষটিকে,
বলবে তোমার কাছে এসে,
আছি আমি তোমার পাশে।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। rahman.mridha@gmail.com