images

প্রবাস

প্রধানমন্ত্রীর জন্মদিনে জেনেভায় দোয়া ও আলোচনা সভা

প্রবাস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

নানা আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে আওয়ামী লীগ।

জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেনেভার একটি হলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এবং জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মো. আকবর আলী সাংগঠনিক সম্পাদক গৌরী চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ, পরিবেশ বিষয়ক সম্পাদক টিপু সুলতান, আওয়ামী নেতা শেখ মাহবুব দুলু, দেলোয়ার মোল্লাহ্ প্রমুখ।

আলোচনা সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দোয়া পরিচালনা করেন মমিন পারভেজ। ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক দিবাকার পাল কল্যাণ, সাদাত হোসেন, স্বপন হালদার সোহান, তপু সার্মা, তারেক আল মাহমুদ প্রমুখ।

প্রতিনিধি/এমআর