images

রাজনীতি

জিএম কাদেরের শোডাউন, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট চায় ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মে ২০২৩, ০৭:২৩ পিএম

প্রতীক বরাদ্দের আগে বরিশালে দলীয় মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের অংশ নিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে- এমন অভিযোগ করে ইসির পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিন তদন্ত করে বরিশালের রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি মহানগরের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে ইসি।

শুক্রবার (১২ মে) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ)  মো. আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির এই সিদ্ধান্তের একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপেরেশন নির্বাচন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দের পূর্বেই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বৃহস্পতিবার ( ১১ মে)  সিটি করপোরেশন এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

জিএম কাদেরের এমন কার্যক্রমে অংশ নেওয়া আচরণবিধি লঙ্ঘনের কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের পূর্বেই কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নির্বাচনী এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৫, ৭, ১১, ১৩ ও ২২ বিধি পরিপন্থী।

তাই প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে (১৩ মে ২০২৩ তারিখ) প্রতিবেদন প্রেরণের জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, বরিশাল ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার বরিশালকে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিইউ/জেবি