images

রাজনীতি

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে গণসংযোগ করছেন অ্যাড. শাহ মঞ্জুরুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৩, ০৩:৫৩ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে গণসংযোগ করছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে এমন তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল ফিতরের আগে রমজান থেকেই তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লিগণ এবং সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করছেন।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শাহ মঞ্জুরুল হক বলেন, এর আগে গতকাল শুক্রবার ময়মনসিংহে আমার উপজেলা ঈশ্বরগঞ্জের মার্কাজ মসজিদে জুমার নামাজ আদায় করি। নামাজ শেষে মুসল্লিগণের সাথে কুশলাদি বিনিময় করি। তারা আমাকে নিজ সন্তানের মতো আপন করে নেন। তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন, আমিও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বলবো বলে তাদের আশ্বস্ত করি।

তিনি আরও বলেন, পরবর্তীতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সাহেবের মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে ১০নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজার, সাখুয়া বাজার, তারুন্দিয়া বাজারে গণসংযোগ করি।

শাহ মঞ্জুরুল হক বলেন, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান হাসান মাহমুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করি। এরপর তারুন্দিয়া বাজার জামে মসজিদে মাগরিবের নামাজের পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়ায় শরীক হই। পরে ৯নং উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে গণসংযোগ করি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখি। এরপর ৮নং রাজিবপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে গণসংযোগ করি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাসায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করি।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে তিনি নির্বাচিত হলে এলাকার গরীব দুখী ও মেহনতি মানুষের পক্ষে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই বিশিষ্ট আইনজীবী কোম্পানী ম্যাটার নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন হলো। সুনামের সঙ্গে তিনি দেশব্যাপী পরিচিতিও পেয়েছেন।

এআইএম/এমএইচটি