images

রাজনীতি

গুলিস্তানে বিস্ফোরণে আহতের দেখতে ঢামেকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৩, ১১:০৭ পিএম

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টায় সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে আসেন। 

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আহতদের দেখতে এসেছি। বিএনপি এই বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। 

তিনি বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতি পূরণ ও আহতদের সরকারী ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে।

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।

এমই/এমএ