images

রাজনীতি

যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ২২ মে যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
 
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুন হাসান ছাড়াও সহ-সভাপতি পদে ১৫ জন রয়েছেন। সেই সঙ্গে কমিটিতে ১০টি বিভাগে একজন করে সহ-সভাপতি রাখা হয়েছে।
 
২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

এমই/আইএইচ