নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৮ পিএম
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ইতোমধ্যেই দলটির পক্ষ থেকে ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে জরুরি ওষুধ সামগ্রী ছাড়াও শুকনো খাদ্য হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গুরহান বাতুহানের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ত্রাণসামগ্রী হস্তান্তরকালে অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমই/আইএইচ