images

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে মন্দির ভাংচুর, ঘটনাস্থলে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৭ এএম

গত ৫ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সেই ঘটনা সরেজমিন তদন্ত করতে ঘটনাস্থলে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে বিমানে ঢাকা থেকে যাত্রা করে সৈয়দপুর থেকে সড়ক পথে ঘটনাস্থলে যাবেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, 
হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য ফ্রন্ট মহাসচিব তরুণ দে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্ট সদস্যরা টিমে আছেন।

জানা গেছে, শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত সময়ে এই হামলা ভাংচুর চালানো হয়।

বিইউ/এইউ