images

রাজনীতি

আ.লীগের উপদেষ্টা পরিষদ থেকে খন্দকার মোশাররফ বাদ

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২২, ০১:২২ এএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে উপদেষ্টা পরিষদের ৪৪ জনের নাম ঘোষণা করা হলেও সেখানে খন্দকার মোশাররফের নাম ছিল না।

ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। প্রথম দফায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরের বার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

বর্তমানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য তিনি। তার বিরুদ্ধে ফরিদপুরে ক্ষমতার দাপট দেখানো ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠে।

২০১৮ সালের ২১ জুন মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

গঠনতন্ত্রের ২৬ (ক) ধারার ক্ষমতাবলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদে নিয়োগ দেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৫১ জন। তবে দলীয় সভাপতি চাইলে এই সংখ্যা বাড়াতে পারেন। খন্দকার মোশাররফ হোসেন গত কয়েকটি সম্মেলনেই উপদেষ্টা পরিষদে ছিলেন।

খন্দকার মোশাররফ ছাড়া এবার উপদেষ্টা পরিষদ থেকে আর কেউ বাদ যায়নি। বরং সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়া পাঁচ নেতা উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। উপদেষ্টা পরিষদে আরও অনেক পদ ফাঁকা আছে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন

আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহিউদ্দীন খান আলমগীর, ব্যরিস্টার শফিক আহমেদ, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক এমপি, কাজী আকরাম উদ্দীন, অ্যাড. সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর জমিরও গোলাম মওলা নকশাবন্দি।

উপদেষ্টা পরিষদে থাকা অন্যরা হলেন- ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. আব্দুল হাফিজ মল্লিক পিএসসি (অব.), প্রফেসর ডক্টর সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজললু হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, চৌধুরী খালেকুজ্জামান, মোজাফফর হোসেন পল্টু, সালমান এফ রহমান, এনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান, এ কে এম রহমাতুল্লাহ, মো. শাহাবুদ্দিন টিপু, অধ্যক্ষ মতিউর রহমান, ড. শামসুল আলম, মতিউর রহমান খান, অ্যাডভোকেট জহিরুল হক, শ্রী রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, হারুনুর রশিদ, হাবিবুর রহমান সিরাজ।