images

রাজনীতি

বিজয় মিছিলে ঢাবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২২, ০২:৩৮ পিএম

আওয়ামী লীগ আয়োজিত বিজয় মিছিলে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এক বিজয় মিছিল বের করে আওয়ামী লীগ। শাহবাগ থেকে সে মিছিলে যোগ দেন ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলের সম্মুখখভাগে রয়েছেন ঢাবি ছাত্রলীগের নারী সদস্যরা। তাদের পেছনে তিন স্তরে বিভক্ত হয়ে ব্যানার হাতে বিজয় মিছিলে পুরুষরা। বিজয় মিছিলকে উৎসবমুখর করতে যুক্ত করা হয়েছে বাদ্য-বাজনা।

ঢাবি ছাত্রলীগের পক্ষে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এর আগে মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ দিয়ে ড. কুদরত ই খুদা সড়ক (এলিফেন্ট রোড) দিয়ে মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

বিজয় মিছিলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় প্রায় সব নেতারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিয়েছেন বিজয় মিছিলে।

মিছিলটিতে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলাদেশের ৫২তম জন্মদিনের সমাবেশে কেউ কেউ এসেছেন সন্তানদের নিয়েও।

নেতাকর্মীরা কেউ ট্রাকে, কেউ মিছিলে অংশ নিয়েছেন পায়ে হেঁটে। মিছিলে দেখা গেছে লাল-সবুজের আবহ।

কারই/এএস