images

রাজনীতি

জামায়াত আমির শফিকুর রহমানকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার‌ দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ফেসবুকে পোস্ট দিয়ে আটকের খবরটি জানিয়েছেন।

মাসুদ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’

তবে আটকের অভিযোগ অস্বীকার করেছেন উত্তরা গোয়েন্দা পুলিশের ডিসি কাজী শফিকুল আলম। তিনি জানান, গ্রেফতারের কোনো খবর আমার জানা নেই।

গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে একসঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়ত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এমই/এমআর