নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ পিএম
ক্ষমতায় গেলে সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে ইশরাক একথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আজ থেকে আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাব, বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।
ইশরাক হোসেন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। এই মাসে খুনি, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের রক্ষীবাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যাক্কারজনকভাবে সাধারণ জনতার বুকে গুলি চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আজ সারাদেশের, সারা পৃথিবীর মানুষ দিন গুনছে কীভাবে এই ভয়াবহ, খুনি, বর্বর সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এমআর