images

রাজনীতি

বরিশাল থেকে সমাবেশের উদ্দেশে ছয়দিন আগেই এসেছে মনিরুলরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২২, ১২:০২ পিএম

দলের নেতাকর্মী হত্যার বিচার, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঢাকায় সমাবেশ করছে। সমাবেশের স্থান পাওয়া নিয়ে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত রাজধানীর গোলাপবাগ মাঠে হচ্ছে ঢাকার বিভাগীয় সমাবেশ। তবে এতে শুধু ঢাকা বিভাগ নয়, দেশের অন্যান্য বিভাগের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

এদেরই একজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার যুবদলের সাবেক নেতা মনিরুল ইসলাম। ঢাকার সমাবেশে যোগ দিতে গত ৪ ডিসেম্বর এসেছেন বলে জানালেন। 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির সমাবেশ মাঠের পাশে কথা হয় তৃণমূলের এই কর্মীর সঙ্গে।

তিনি জানান, বরিশাল বিভাগ থেকে কম হলেও ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। তাদের বাকেরগঞ্জ থেকেও অনেকে ঢাকায় এসেছেন।

বরিশালের সমাবেশের পর আবার ঢাকায় কেন এসেছেন- এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। যাতে সবাই ঢাকা আসে। ঢাকা যেহেতু মূল সেন্টার এখান থেকে নেতারা কর্মসূচি দেবেন সেগুলো কাছ থেকে শুনেও যেতে পারব।

৪ ডিসেম্বর ঢাকায় আসার কথা জানিয়ে তিনি বলেন, জানতাম ঢাকায় সমাবেশ করতে গেলে বেশি সমস্যা হবে তাই আগেভাগে চলে আসছি। জুরাইনে এক আত্মীয়ের বাসায় ছিলাম। 

বাকেরগঞ্জের পাদ্রিশিপরপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা মনিরুল জানান, তিনি একাধিক মামলার আসামি। সবশেষ ককটেল ফোটানোর মামলা দিয়েছে। হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে।

বিইউ/এএস