images

রাজনীতি

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২২, ০২:১৮ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা ওই মামলায় প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর। তবে মামলার বাদী কে বা আসামিদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, এখনো মামলার কাগজ হাতে আসেনি। 

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবারের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় একাধিক সাজোয়া যান, প্রিজন ভ্যান এবং অতিরিক্ত ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ। বিকেল তিনটায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ শেষে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় মকবুল নামে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন।

কেআর/এএস